রহমান উল্লাহ গুরবাজ অন্য এক ক্যারেক্টারে অভিনয় করলেন।

রহমান উল্লাহ গুরবাজ অন্য এক ক্যারেক্টারে অভিনয় করলেন।

আইপিএল মানেই হল সেরা বিনোদনের ক্রিকেট খেলা। সেই ক্রিকেট খেলায় যেমন দেখা যায় মনমালিন্য এক ক্রিকেটারের সাথে অপর ক্রিকেটারের। ঠিক বিপরীতও মানবিকতার পরিচয় দেই ক্রিকেটাররা। যদিও আমরা এবারের আইপিএল এ দেখেছি যে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির একে অপরের আলিঙ্গনের ভিডিও। 

WhatsApp Group Join Now

এবার যে মানবিকতার পরিচয় দিয়েছে সেটা অবশ্যই মাঠের মধ্যে নয় মাঠের বাইরে। আর সেটা দিয়েছে আফগানিস্তানের ক্রিকেটার রহমান উল্লাহ গুরবাজ।

নিচের লিংক এ ক্লিক করে দেখুন।

https://x.com/KKRiders/status/1774332874042282220?t=0l5wcM2xioVhSlnAbtGLPA&s=08

রহমান উল্লাহ গুরবাজ অন্য এক ক্যারেক্টারে অভিনয় করলেন।

গত ওয়ানডে বিশ্বকাপের সময় রহমান উল্লাহ গুআরবাজ এভাবেই সাহায্য করতে দেখা গিয়েছিল। তাতে হাজারো ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছিলেন রহমান উল্লাহ গুআরবাজ।

তিনি দেওয়ালের সময় যারা ফুটপাতে শুয়ে ছিলেন তাদের পাশে তিনি চুপিসারে টাকা রেখে দিয়েছিলেন। তাতে সবাই বেজায় খুশি হয়েছিল রহমান উল্লাহ গুরবাজের প্রতি।

তিনি এবছর ও আইপিএল খেলতে এসেছেন কলকাতা নাইট রাইডার্স হয়ে। কিন্তু তার এখনো একাদশে জায়গা হয়নি। কেকেআরের হয়ে চলতি আইপিএলে এখনও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর, তবে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই চর্চায় রহমানউল্লাহ।

কেকেআরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যায় গুড়বাজ অটোচালকের সঙ্গে মজা করে কথা বলছেন। গুরবাজ ও তার সঙ্গে একজন ছিলেন। আর পিছন থেকেই তার সঙ্গী সেই মজার আলোচনার কথা রেকর্ড করেন। রহমানউল্লাহ অটো থেকে নেমে চালকের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষি শুরু করেন।

আরও পড়ুন : 24 কোটি 75 লক্ষ টাকায় কাকে কিনলো কলকাতা নাইট রাইডার্স?

আফগানিস্তানের সেই ক্রিকেটার তারকা অটো চালককে জিজ্ঞাসা করেন কত ভাড়া হয়েছে। অটো চালক তার কাছ থেকে ৩০০ টাকা ভাড়া চান। গুরবাজকে সেই ভিডিওতে বলতে শোনা যায় যে, ভাড়াটা একটু বেশি চাওয়া হচ্ছে কিনা। 

তার পরেই ঘটনা মোড় নেয় অন্য দিকে। গুরবাজ পকেট হাতড়ে চালককে জানান যে, তাঁর কাছে কোনও পয়সা নেই। তিনি মানিব্যাগ ভুলে রেখে এসেছেন হোটেলে। তাই কীভাবে হোটেলে ফিরবেন সেটাও বুঝতে পারছেন না।

এতক্ষণ পর্যন্ত কিন্তু রহমানউল্লাহ মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে। তাঁর মাথায় ছিল টুপি। তিনি কথা বলতে বলতে মুখ থেকে মাস্ক খুলে নেন এবং মাথা থেকে টুপি সরিয়ে নেন।তিনি মুখ থেকে মাস্ক ও মাথা থেকে টোপে সারানোর পর অটোচালক তাকে চিনে ফেলেন। তবু তিনি তার সন্দেহ দূর করার জন্য তাকে জিজ্ঞেস করেন, আপনি রহমান উল্লাহ গুরবাজ না তো? তিনি আবার ছলনার সঙ্গে বলেন কে গুরবাজ? আমি চিনি না তো।

তারপর কিন্তু ধরা পড়ে গিয়ে রহমানউল্লাহ পালটা জিজ্ঞাসা করেন যে, কীভাবে তাঁকে চিনতে পারলেন। চালক জবাব দেন এই বলে যে, টিভিতে তিনি খেলা দেখেন তাঁর। 

 

এমনকি হোটেলে ফেরার জন্য নিজের কাছে থাকা ত্রিশ টাকা তিনি গুরবাজকে দেন। অটোচালকের এমন মানবিক আচরণের জন্য গুরবাজ তাঁকে কৃতজ্ঞতা জানান এবং শেষে আলিঙ্গনও করেন। স্বাভাবিকভাবেই আইপিএল খেলতে আসা আফগান তারকার এমন ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : কলকাতা নাইট রাইডার্স KKR এ বিশাল রদ বদল। ছিটকে গেলেন নামেদামি ক্রিকেটার।

এরপর সেই ফটোচালক ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়া। এই অটোচালক তার মানবিকতার পরিচয় দিয়েছে এবং তাকে তিনি ৩০ টাকা দেন। এবং বলেন যে এই দিয়ে তিনি হোটেলে যেতে পারবেন।

নিত্যদিনের খবরের জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং পড়তে থাকুন লুক আউট ২৪।

ধন্যবাদ || Thank you||

LOOK OUT 24

3 thoughts on “রহমান উল্লাহ গুরবাজ অন্য এক ক্যারেক্টারে অভিনয় করলেন।”

Leave a comment

About LookOut24

Welcome to Look Out 24 - Your Source for Global News!

We're your go-to platform for the latest, most trustworthy news worldwide. Our team is dedicated to delivering accurate, engaging stories on a wide range of topics. Join us as we explore the world, providing timely updates and insightful analysis.

Follow us: