আর রিচার্জ করতে হবে না Call এর জন্য। BSNL এর বড় পরিকল্পনা। লাভমান হবেন অনেক মানুষ।

Look Out 24 বাংলা: আপনারা গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলির কাস্টমার গুলো পোর্ট হয়ে চলে যাচ্ছে বি এস এন এল (BSNL) এ। আপনাদের জানিয়ে রাখি যে, টেলিকম সংস্থার বিশাল বড় রদবদল হতে চলেছে।  যেখানে একচেটিয়া ব্যবসকারীদের বিকল্প হিসেবে বিএসএনএল (BSNL) মার্কেটে মাথা উঁচু করে বের হচ্ছে।

WhatsApp Group Join Now

এই নিয়ে অন্যান্য টেলিগ্রাম সংস্থাগুলি চ্যালেঞ্জের মুখে পড়বে।  সম্প্রতি একটি প্রতিবেদন অনুযায়ী TCS and BSNL এর মধ্যে একটি  চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।  যদি এই চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে নিশ্চিন্তে বলা যেতেই পারে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি চিন্তায় পড়বে।  কারণ তারা গত কিছুদিনে প্রত্যেক কোম্পানি নিজেদের রিচার্জ ভ্যালু  বাড়িয়ে দিয়েছে। অপরদিকে অন্যান্য কোম্পানিগুলির থেকে বিএসএনএল  (BSNL) এর রিচার্জ ভ্যালু অনেক কম।  অন্যান্য সংস্থাগুলি  রিচার্জ ভ্যালু বাড়িয়ে দিলেও এখন পর্যন্ত বিএসএনএল (BSNL) তাদের প্লেনে কোনরকম পরিবর্তন আনেনি। 

আর রিচার্জ করতে হবে না Call এর জন্য। BSNL এর বড় পরিকল্পনা। লাভমান হবেন অনেক মানুষ।

এর মধ্যে একটি  চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।  যদি এই চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে কাস্টমাররা অনেক লাভবান হবেন। টাটা গ্রুপ BSNL-এর সাথে সহযোগিতায়, ভারত জুড়ে ১,০০০ গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছে। পাশাপাশি তারা জনগণকে জিও এবং অ্যাপেলের বিকল্প হিসেবে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হবে। 

Bsnl এবং tcs এর এই সিদ্ধান্তকেই  চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। কারণ অন্যান্য টেলিকম সংস্থাগুলির মধ্যে রিচার্জ ভ্যালু বাড়িয়ে দিয়েছে। অপরদিকে বিএসএনএল অনেক কম রেটেই সমপরিমাণ নেট এবং আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে। 

 দেশে টেলিকম সেক্টরে শুরু হতে চলেছে বিপ্লব।  শুধু তাই নয়, অন্যান্য টেলিকম সংস্থাগুলির দামি রিচার্জ প্ল্যান এড়িয়ে যেতে প্রতিদিনই দেশের (India) হাজার হাজার মানুষ তাঁদের সিম BSNL-এ পোর্ট করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, BSNL-এর রিচার্জ প্ল্যানগুলি বর্তমানে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা। আর সেই কারণেই ক্রমশ বাড়ছে BSNL-এর গ্রাহক সংখ্যা।

এদিকে, ইতিমধ্যেই দেশের (India) অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটার টাটা গ্রুপের কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং সরকারি ক্ষেত্রের টেলিকম কোম্পানি BSNL-এর মধ্যে ১৫,০০০ কোটি টাকার একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। যার আওতায় সারা ভারতে ১,০০০ টি গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন: লঙ্কা বধ ভারতের। T20 সিরিজ দখল ভারতীয় ক্রিকেট দলের।

আর রিচার্জ করতে হবে না: 

রিচার্জের মূল্য বাড়িয়ে দেওয়াই হাজারো মানুষ চিন্তায় পড়েছেন।  কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা এবার একটু স্বস্তি পেতে পারেন। কারণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই (TRAI) টেলিকম সংস্থা গুলিকে একটি প্রস্থাব দিয়েছে। যাতে বলা হয়েছে কোনরকম ডেটা (data) ছাড়াই শুধু কল এবং এসএমএসের  (sms) প্যাক নিয়ে আসতে হবে। যদি টেলিকম সংস্থায়ী প্ল্যান নিয়ে আসে তাহলে অনেক মানুষ লাভবান হবেন। 

আর রিচার্জ করতে হবে না Call এর জন্য। BSNL এর বড় পরিকল্পনা। লাভমান হবেন অনেক মানুষ।

ট্রাই  (TRAI) কি বলছে? 

TRAI বলছে যে বর্তমানে যে রিচার্জগুলো আছে মার্কেটে সেইসব রিচার্জ প্ল্যান গুলি বান্ডেল হিসেবে হচ্ছে।  যেমন OTT, SMS, Call, Data এই সমস্ত জিনিস গুলি একটা বান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে।  কিন্তু কথা হচ্ছে যে সব মানুষই কিন্তু সবগুলো ব্যবহার করেন না।  যেহেতু বান্ডেল হিসেবে আছে সেহেতু সবগুলোর টাকা দিতে হচ্ছে। 

 তাই  ট্রাই  (TRAI) বলছে  যেসমস্ত প্ল্যান গুলি মার্কেটে আছে সেগুলোকে আলাদা আলাদা করে বাজারে নিয়ে আসতে হবে।   ট্রাই  (TRAI) আরো বলেছে যে,  এখনো এমন প্রচুর সংখ্যক মার্কেটে আছে যারা স্মার্ট ফোন  ব্যবহার  ব্যবহার করেন না, অথচ তাদের সবগুলোর টাকা দিতে হচ্ছে। 

 ট্রাই  (TRAI) আরো বলে যে,  বেশ কয়েক বছর আগেই সমস্ত রকমের প্ল্যান আলাদা আলাদা ভাবে পাওয়া যেত।  কিন্তু এখন ডিজিটাল যুগের জামানায় সব গুলোকে একসাথে করে দিয়েছে।  কয়েক বছর আগেই আলাদা জিনিসের আলাদা ভাউচার পাওয়া যেত।  সেগুলো কোম্পানিগুলো আস্তে আস্তে শেষ করে দিয়েছে। ঐ সব ভাউচার গুলি আবার চালু করতে হবে। 

ট্রাই  (TRAI) বই সমস্ত জিনিস আবদার রেখে ১৬ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। ২৩ আগস্ট এ টেলিকম কোম্পানী গুলোকে নিয়ে আলোচনায় বসতে চলেছে। খুব শীঘ্রই মধ্য়বিত্ত মানুষের পকেটে টাকা বাঁচতে চলেছে। 

নিত্যদিনের প্রয়োজনীয় খবরের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। বিভিন্ন ধরনের রেভিওয়ের জন্য অবশ্যই আমাদের প্রতিবেদন গুলো পড়বেন। এই ওয়েবসাইটে মোবাইল, বাইক, গাড়ি, ল্যাপটপ আরো অন্যান্য জিনিসের রেভিউ করা হয়।

ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য।

Thank you very much for visite our website.

লুক আউট 24। 

LOOK OUT 24

Leave a comment

About LookOut24

Welcome to Look Out 24 - Your Source for Global News!

We're your go-to platform for the latest, most trustworthy news worldwide. Our team is dedicated to delivering accurate, engaging stories on a wide range of topics. Join us as we explore the world, providing timely updates and insightful analysis.

Follow us: