বড় নিয়ম পরিবর্তন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI).

বড় নিয়ম পরিবর্তন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI).

গত বছর গুজরাট টাইটানস্কে টেক্কা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল মিচেল স্টার্ক কে। গত বছর হয়েছিল মিনি অকশন। আর সেখানেই ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ক কে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্ক এত দামে বিক্রি হওয়ায় স্বাভাবিকভাবে নানাজনের মনে নানা রকম প্রশ্ন জেগেছিল। 

WhatsApp Group Join Now

এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন ছিল একটি টাকা কি এতটাই সস্তা হয়ে গেল? আর আরেকটা প্রশ্ন ছিল এত দাম তাকে কেন দেওয়া হলো? 

আবার কেউ কেউ বলছিলেন যে মিচেল স্টার্ক কে এত টাকা দেওয়া ঠিক হয়নি। আবার কেউ এর বিপক্ষে স্ট্যান্ড নিয়েছিল। যাই হোক ঠিক হয়েছে কি না হয়েছে এ বিষয়টা নিয়ে মানুষ ভাবতেই থাকবে। মানুষ নানা রকম প্রশ্ন করতেই থাকবে। 

কিন্তু এখন কথা হলো যে আজকে আমরা গতবছরের কথা আলোচনা কেন করছি? গত বছরের কথা আলোচনা করার কারণ হচ্ছে যে সামনের বছর থেকে আইপিএলে বিশাল বড় নিয়ম বদল হতে চলেছে। আর সেখানেই নিয়ম পাল্টে নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। 

কি নিয়ম আনছে (BCCI) 

ধরেন কোন প্লেয়ারকে মেগা অকশনে পাঁচ কোটি টাকা দিয়ে কেনা হলো। এরপর যখন মেনে নিলাম হল তখন কিন্তু সে আর পাসপোর্ট এর উপরে টাকা পাবে না। বিষয়টি একটি প্লেয়ার এর ওপর নির্ভর করে বিস্তারিত আলোচনা করা হলো।

“প্যাট কামিন্সের উদাহরণ দিলে বিষয়টি  ভালোভাবে বুঝতে পারবেন। ২০২১ সালের মেগা অক্সনে কামিন্সকে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় নিয়েছিল কেকেআর। গত বছর ছোট নিলামে কামিন্সের দাম উঠেছিল ২০ কোটি ৫০ লক্ষ। অস্ট্রেলিয়ার বিশ্ব কাপ জয়ী অধিনায়ককে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ প্রায় তিন গুণ বেশি টাকায় কামিন্সকে নেওয়া হয়েছিল। এ বার থেকে এই নিয়মে বদল আসছে। বড় নিলামে কোনও ক্রিকেটারের দাম বাড়তি হবে না, এবং পরের ছোট নিলামে সে তার থেকে বেশি টাকা পাবে না। অর্থাৎ, গত বছরের নিয়মে কামিন্স ৭ কোটি ২৫ লক্ষ টাকার বেশি পাওয়া যায়নি। 

বড় নিয়ম পরিবর্তন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI).

তাহলে কি নিলামে ফ্র্যাঞ্চাইজগুলির মধ্যে টাকার লড়াই চলবে না? বোর্ডের একটি সূত্রে বলেছে, ‘‘নিলামে দাম বেশি হতে পারে। ফ্র্যাঞ্চাইজগুলির মধ্যে টাকার লড়াই হতে পারে। কিন্তু ক্রিকেটারের হাতে একটা নির্দিষ্ট পরিমাণ এর চেয়ে বেশি টাকা যাবে না। 

দাম কষাকষির মধ্যে যে বাড়তি টাকাটা হবে সেটা কোথায় যাবে এই নিয়ে বোর্ডের তরফ থেকে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। দামের বাড়তি কোথায় টাকা যাবে তা সম্পর্কে আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট করলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারত কি যাবে আদৌ?

যে নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই সেই নিয়ম অনুযায়ী বিদেশী খেলোয়াড়রা একটু কম টাকা পাবেন। কিন্তু ফ্রাঞ্চায়েজির মালিক গুলো বেশি টাকা খারচ করতে পারবেন। অর্থাৎ এর আগে আইপিএল দলের মালিকগুলো ১০০ কোটির বেশি খরচ করতে পারতেন না। এবার থেকে সেই টাকা বাড়িয়ে একশো কুড়ি কোটি টাকা করা হবে। 

যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সামনে বছর থেকে অর্থাৎ ২০২৫ এর আইপিএল থেকে এই নিয়ম দেখা যাবে। একটি সূত্রে বিসিসিআই এমনটাই বলেছে।

অন্যান্য নিয়ম 

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল বিয়ে কোনটি?

এই দুটি নিয়ম সম্পর্কে আলোচনা হলেও এখনো আলোচনা হয়নি যে একজন আইপিএলের মালিক সর্বোচ্চ কতজনকে ধরে রাখতে পারবেন। অর্থাৎ বড় নিলাম এর আগে যে রিটেনশন নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী কতজন প্লেয়ারকে নিজের দলে ধরে রাখতে পারবেন। সেই সম্পর্কে বোর্ড এখনো আলোচনা করেনি। 

ইমপেক্ট প্লেয়ার 

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়েও বিভিন্ন জনের বিভিন্ন মত। কেউ ইপ্যাক্ট প্লেয়ার এর পক্ষে যুক্তি দিচ্ছে তো কেউ এর বিপক্ষে যুক্তি দিচ্ছে। তার মধ্যে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা একবার বলেই ফেলেছিলেন যে এতে যে পার্টটাইম বলার আছে সেই বলার গুলোর প্রচুর ক্ষতি হচ্ছে। এখান থেকে স্পষ্ট যে রোহিত শর্মা অর্থাৎ ভারতীয় ক্যাপ্টেন এই নিয়ম রাখার বিপক্ষে।

নিত্যদিনের প্রয়োজনীয় খবরের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। বিভিন্ন ধরনের রেভিওয়ের জন্য অবশ্যই আমাদের প্রতিবেদন গুলো পড়বেন। এই ওয়েবসাইটে মোবাইল, বাইক, গাড়ি, ল্যাপটপ আরো অন্যান্য জিনিসের রেভিউ করা হয়।

ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য।

Thank you very much for visite our website.

লুক আউট 24। 

LOOK OUT 24

Leave a comment

About LookOut24

Welcome to Look Out 24 - Your Source for Global News!

We're your go-to platform for the latest, most trustworthy news worldwide. Our team is dedicated to delivering accurate, engaging stories on a wide range of topics. Join us as we explore the world, providing timely updates and insightful analysis.

Follow us: