শুরু হল WB Gram Panchayat Form Fillup। আপনি জানেন তো?

শুরু হল WB Gram Panchayat Form Fillup। আপনি জানেন তো?

WhatsApp Group Join Now

WB Gram Panchayat Form Fillup: লোকসভা ভোটের মুখেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে বিপুল নিয়োগের কথা ঘোষণা করে করেছিল  নবান্ন সরকার অর্থাৎ মমতা ব্যানার্জী।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 6652 খালি পদে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কর্মী নিয়োগ করতে যাচ্ছে। এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কয়েক মাস ধরে চলছে, তবে এই খবর চাকরি প্রার্থীদের জন্য নতুন নয়। সম্প্রতি অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন একটি আপডেট বা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নবান্ন থেকে। WB Gram Panchayat এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত কয়েকমাস ধরে শুনা যাচ্ছিল যে, পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য আবেদনপত্র জুন (June) থেকে গ্রহণ করা হবে।

আরো পড়ুন: GDS New Job Recruitment 2024. ২০২৪ সালের GDS নতুন চাকরি নিয়োগ।

শুরু হল WB Gram Panchayat Form Fillup। আপনি জানেন তো?

লোকসভা ভোটের নির্বাচনের ফল ঘোষণার পরে রাজ্য সরকার এই খবর প্রকাশ করেছিল, তবে এখনও সরকারিভাবে এই বিষয়ে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে চাকরি প্রার্থীরা এখন আগ্রহীর সহিত অপেক্ষা করছেন যে কখন সরকারী ভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে।

তো চলুন জেনে নেই কোন কোন পদে নিয়োগ করা হবে। 

কোন কোন পদে নিয়োগ করা হবে?

  1. Assistant Cashier Accounts, (ACA)
  2. Clerk, Executive Assistant, 
  3. Stenographer, Clerk  Typist,
  4. Data entry Operator, (DO)
  5. Group D peon,
  6. Lower Division Assistant,
  7. Secretary ,
  8. নির্মাণ সহায়ক,
  9. গ্রাম পঞ্চায়েত কর্মী ।

তো এবার চলুন জেনে নেই কি পদ্ধতিতে বা কোথায় আবেদন করবেন।  

কীভাবে আবেদন জানাবেন প্রার্থীরা?

১) ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনে (Online) এ  আবেদন করতে হবে।  এর জন্য প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) এ। ‌অর্থাৎ WB Gram Panchayat এর Official Website এ। 

২) যদি আপনি আগে  রেজিস্ট্রেশন (Registration) না করে থাকেন, তাহলে অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) এরপর, আবেদনকারীর সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। অ্যাকাডেমিক তথ্য এবং ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করার পর,

৪) প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সবশেষে, সাবমিট করে দিতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে?

  1. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Education Certificaat)।
  2. অভিজ্ঞতার প্রমাণপত্র।
  3. (Identity Proof) আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড (AAdhaar Card) ভোটার কার্ড (Voter Card) বা প্যান কার্ড (PAN Card)।
  4. বার্থ সার্টিফিকেট (Birth Certificate) / মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট। (Class 10th Certificate)

এই সংক্রান্ত তথ্যের বাইরেও প্রার্থীদের মনে এখনো পর্যন্ত অনেক প্রশ্ন থাকতে পারে। তাই যে প্রশ্ন গুলো প্রার্থীদের মনে থাকে পারে তা নিয়ে নিচে আলোচনা করা হল। 

যেমন একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে?

চাকরি প্রার্থীরা উপরোক্ত পদের মধ্যে যেকোনো পোস্টে আবেদন করতে পারেন।

শুরু হল WB Gram Panchayat Form Fillup। আপনি জানেন তো?
শুরু হল WB Gram Panchayat Form Fillup। আপনি জানেন তো?

 রেজিস্ট্রেশন ভুল হলে কি করব?

রেজিস্ট্রেশন এখনো না করা হয়ে থাকলে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন কারণ পরে কারেকশন (Correction) করার সুযোগ পাওয়া যাবে না।

পরীক্ষার সেন্টার কোথায় হবে?

প্রতিটি জেলার গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য থাকে যে এই পদগুলিতে  আবেদনের জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে‌। এছাড়াও প্রার্থীদের অবশ্যই ছয় মাস বা এক বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। যদি পরীক্ষা, আবেদন সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানান। 

এছাড়াও পরবর্তী আপডেট গুলির জন্য ফলো চোখ রাখুন আমাদের Website এ Look Out 24 এ। 

নিত্যদিনের প্রয়োজনীয় খবরের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। বিভিন্ন ধরনের রেভিওয়ের জন্য অবশ্যই আমাদের প্রতিবেদন মূল্য পড়বেন। এই ওয়েবসাইটে মোবাইল গাড়ি আরো অন্যান্য জিনিসের রেভিউ করা হয়।

ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য।

Thank you very much for visite our website.

লুক আউট 24। 

LOOK OUT 24 

1 thought on “শুরু হল WB Gram Panchayat Form Fillup। আপনি জানেন তো?”

Leave a comment

About LookOut24

Welcome to Look Out 24 - Your Source for Global News!

We're your go-to platform for the latest, most trustworthy news worldwide. Our team is dedicated to delivering accurate, engaging stories on a wide range of topics. Join us as we explore the world, providing timely updates and insightful analysis.

Follow us: