2024 এর আইপিএল থেকে ছিটকে গেলেন নামিদামি ক্রিকেটার। আপনার পছন্দের ক্রিকেটার বাদ যায় নি তো?

2024 এর আইপিএল থেকে ছিটকে গেলেন নামিদামি ক্রিকেটার।

WhatsApp Group Join Now

প্রত্যেক বছরের মত এ বছরেও অনেক ক্রিকেটার বাদ চলে গেছেন টিম থেকে। কেউ চোটের কারণে তো আবার কেউ নিজের ব্যক্তিগত কোনো কারণে। আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। 2024 আইপিএল শুরুর আগে বাদ চলে যাওয়া খেলোয়ারদের নিয়ে আমরা একটা তালিকা তৈরি করেছি। দেখে নিন সে তালিকা আপনার পছন্দের কোন ক্রিকেটার বাদ চলে যায়নি তো?


আইপিএল এর ফ্রাঞ্চ আইজিগুলি বাদ চলে যাওয়া ক্রিকেটারদের পরিবর্তন হিসেবে নতুন ক্রিকেটার কিনে নেন। বাদ চলে যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন ক্রিকেটারদের কার কার ভাগ্য খুললো সেই তালিকাও দেখে নেওয়া যাক। তো চলুন দেখেনিই।


আমরা আমাদের তালিকায় সর্বপ্রথম নাম রেখেছি কলকাতার নাইট রাইডার্স এর।
কলকাতা নাইট রাইডার্স:-


নতুন মরসুম 2024 আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয়। তার বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স কিনে নেন ফিল সল্ট কে। যেসব রয় কে কলকাতা কিনে নিয়েছিল ওপেনিং করার জন্য। এখন দেখা যাক ফিল সল্ট কে দিয়ে ওপেন করায় কিনা।


আইপিএল ২০২৪ মরশুমে কলকাতা নাইট রাইডার্স থেকে আরো একজন ক্রিকেটার নাম তুলে নিয়েছেন নাম গাস অ্যাটকিনসন। তাঁর পরিবর্ত হিসেবে কলকাতা দলে নেই শ্রীলংকার ক্রিকেটার দুষ্মন্ত চামিরাকে।


এরপর আমরা দ্বিতীয় স্থানে নাম রেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স:-


মারকাটারি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। শোনা যাচ্ছে যে প্রথম কয়েকটি ম্যাচ সূর্য কুমার যাদব খেলতে পারবেন না। এটা মুম্বাইয়ের একটা বড় ভয়ের কারণ হতে পারে।

এরপর আমরা তৃতীয় স্থানে নাম রেখেছি চেন্নাই সুপার কিংস এর।
চেন্নাই সুপার কিংস:-


আঙ্গুলের চোটের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন জীবন ডেভন কনভয়ে। এর সাথে সাথে আরো দুজন প্লেয়ারের চোট রয়েছে একজন শ্রীলংকার ক্রিকেটার মাথিসা পথিরানা আর একজন অলরাউন্ডার শিবম ডুবে।


এরপরে আমরা চতুর্থ স্থানে নাম রেখেছি পাঞ্জাব কিংসের।
পঞ্জাব কিংস:-


এটা পাঞ্জাবের সুখবর যে এখন পর্যন্ত কোন ক্রিকেটারের চোটের কথা শোনা যায়নি। তারা যেভাবে আগে থেকে প্ল্যান করে রেখেছে সেভাবে হয়তো তারা এখন কাজ করতে পারবে। এটা দলের জন্য খুব মনোবল বাড়াবে। কিন্তু শোনা যাচ্ছে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এর কথা মাথায় রাখতে পারে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। কারণ তাদের বড় মাপের তিনজন সেই দলে রয়েছে। তারা হলেন জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান।


এরপরে আমরা নাম রেখেছি লখনউ সুপার জায়ান্টস কে।
লখনউ সুপার জায়ান্টস:-


প্রাথমিকভাবে মারক ওডকে এবার তারা দলে পাচ্ছে না। তারা পরিবর্ত হিসেবে দলে নেয় ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফকে।


এরপর নাম রেখেছি গুজরাট টাইটানস এর।
গুজরাট টাইটানস:-


গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে দল থেকে ছিটকে গেছেন মহম্মদ শামি। আইপিএল ২০২৪ থেকে। গুজরাট এখনও তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে নেয়নি। রশিদ খানও এখনও ম্যাচ ফিট নন। তাই শুরুর দিকে রশিদকে দলে নাও পেতে পারে গুজরাট। যদিও পরের দিকে মাঠে নামতে পারেন আফগান তারকা।


এরপর নাম রেখেছিরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:-


সব দলের মত রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিছু প্লেয়ার চোট রয়েছেন। তাদের মধ্যে অন্যতম নাম হলো রজত পাটিদার। যদিও তাঁর চোট নিয়ে নতুন কোনও আপডেট মেলেনি।

প্রত্যেক বছরের মত এ বছরেও অনেক ক্রিকেটার বাদ চলে গেছেন টিম থেকে। কেউ চোটের কারণে তো আবার কেউ নিজের ব্যক্তিগত কোনো কারণে। আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। 2024 আইপিএল শুরুর আগে বাদ চলে যাওয়া খেলোয়ারদের নিয়ে আমরা একটা তালিকা তৈরি করেছি। দেখে নিন সে তালিকা আপনার পছন্দের কোন ক্রিকেটার বাদ চলে যায়নি তো?

প্রত্যেক বছরের মত এ বছরেও অনেক ক্রিকেটার বাদ চলে গেছেন টিম থেকে। কেউ চোটের কারণে তো আবার কেউ নিজের ব্যক্তিগত কোনো কারণে। আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। 2024 আইপিএল শুরুর আগে বাদ চলে যাওয়া খেলোয়ারদের নিয়ে আমরা একটা তালিকা তৈরি করেছি। দেখে নিন সে তালিকা আপনার পছন্দের কোন ক্রিকেটার বাদ চলে যায়নি তো?

এটা পাঞ্জাবের সুখবর যে এখন পর্যন্ত কোন ক্রিকেটারের চোটের কথা শোনা যায়নি। তারা যেভাবে আগে থেকে প্ল্যান করে রেখেছে সেভাবে হয়তো তারা এখন কাজ করতে পারবে। এটা দলের জন্য খুব মনোবল বাড়াবে। কিন্তু শোনা যাচ্ছে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এর কথা মাথায় রাখতে পারে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। কারণ তাদের বড় মাপের তিনজন সেই দলে রয়েছে। তারা হলেন জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান।

Leave a comment

About LookOut24

Welcome to Look Out 24 - Your Source for Global News!

We're your go-to platform for the latest, most trustworthy news worldwide. Our team is dedicated to delivering accurate, engaging stories on a wide range of topics. Join us as we explore the world, providing timely updates and insightful analysis.

Follow us: